‘আধ্যাত্মিক শক্তির জের’, ৪০টি ছুরি খেয়ে ফেললেন পুলিশকর্মী!
এক চিকিৎসক জানান, অস্ত্রোপচারটি অত্যন্ত জটিল ছিল। তাঁর স্বীকারোক্তি, নিজের কেরিয়ারে এমন ঘটনা কখনও প্রত্যক্ষ করেননি। ছবি সোজন্য- এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appইনিই সেই ব্যক্তি...
সফল অস্ত্রোপচারের পর ওই ব্যক্তি সাংবাদিকদের সঙ্গে কথাও বলেন। ছবি সোজন্য- এএফপি
জানা গিয়েছে, ওই ব্যক্তি দুই সন্তানের পিতা। পাঁচ ঘণ্টার অস্ত্রোপচারে সবকটি ছুরিই বের করা হয়েছে। ছবি সোজন্য- এএফপি
সম্প্রতি, পাঁচ চিকিৎসকের একটি টিম দীর্ঘ পাঁচ ঘণ্টার চেষ্টায় জটিল অস্ত্রোপচার চালিয়ে এক ব্যক্তির পাকস্থলী থেকে ৪০টি ছুরি বের করে। ছবি সোজন্য- এএফপি
খবরে প্রকাশ, অমৃতসর নিবাসী পেশায় পুলিশকর্মী ওই ব্যক্তি জানান, গত ২ মাস ধরে তিনি এটা করে আসছেন। জানান, কোনও আধ্যাত্মিক শক্তি তাঁকে দিয়ে এই কাজ করিয়েছে। ছবি সোজন্য- এএফপি
- - - - - - - - - Advertisement - - - - - - - - -