বাড়িতেই শরীরচর্চা অ্যামি জ্যাকসনের! সঙ্গী ছোট্ট ছেলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Apr 2020 01:38 PM (IST)
1
নিজের ছোট্ট ছেলের সঙ্গেই দিনের অধিকাংশ সময় কাটাচ্ছেন তিনি।
2
পরিবারের সঙ্গে অ্যামি।
3
লকডাউনে নিজের বাড়িতেই শরীরচর্চা করছেন তিনি। অ্যামি কিন্তু ফিটনেস ফ্রিক।
4
পোস্ট করলেন সেই ভিডিও।
5
বাড়ির সিঁড়িতেই শরীরচর্চা অ্যামির।
6
লকডাউনে ঘরবন্দি সাধারণ মানুষ থেকে তারকারাও। ঘরবন্দি হয়ে রয়েছেন অ্যামি জ্যকসনও। বাড়িতেই পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি।
7
শরীরচর্চার মধ্যেই ছেলের সঙ্গে খুনসুটি।
8
টয়লেট পেপার দিয়ে শরীরচর্চার পদ্ধতি শেখান তিনি।
9
শরীরচর্চার ভিডিও পোস্ট করেন অ্যামি।
10
শরীরচর্চায় অ্যামির সঙ্গী ছোট্ট ছেলে।