পতি পত্নী অওর ওহ-র ট্রেলার লঞ্চে অনন্যা পান্ডে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 05 Nov 2019 12:52 PM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
অনন্যা চাঙ্কি পান্ডের মেয়ে। স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেন তিনি।
7
ট্রেলার পছন্দ হয়েছে দর্শকদের।
8
ছবির পরিচালক মুদাসসর আজিজ।
9
ছবিতে অনন্যার সঙ্গে রয়েছেন ভূমি পেডনেকর ও কার্তিক আরিয়ান।
10
পতি পত্নী অওর ওহ-র ট্রেলার লঞ্চে দেখা গেল অনন্যা পান্ডেকে।