চলছে বিচ্ছেদ মামলা, তারমধ্যেই ব্র্যাডের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন অ্যাঞ্জেলিনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 09 Aug 2018 01:37 PM (IST)
1
দু বছর আগে থেকেই তাঁরা আলাদা থাকেন। আদালতে চলছে বিচ্ছেদের মামলা। অ্যাঞ্জেলিনা জোলি চান এবছরের মধ্যেই বিচ্ছেদ মামলা সম্পূর্ণ মিটে যাক তাঁর এবং ব্র্যাড পিটের মধ্যে
2
ছবি সৌজন্যে ইন্সটাগ্রাম
3
দেখা যাক শেষ পর্যন্ত এই হাই-প্রোফাইল মামলা কোথায় গিয়ে দাঁড়ায়
4
এবার বাচ্চাদের দেখভালের জন্যে যথেষ্ট টাকা না দেওয়ার অভিযোগ
5
২০১৬ সালের সেপ্টেম্বরে বিচ্ছেদের মামলা আদালতে দায়ের করেন অ্যাঞ্জেলিনা। ২০১৪ সালে বিয়ে হয় ব্র্যাঞ্জেলিনার। ২০০৪ সাল থেকে ডেট করেছেন ব্র্যাঞ্জেলিনা
6
কিন্তু শুরু থেকেই এই রফার অঙ্ক নিয়ে মোটেই খুশি ছিলেন না অ্যাঞ্জেলিনা
7
তবে তার সঙ্গে ব্র্যাডের বিরুদ্ধে গুরুতর অভিযোগও এনেছেন অ্যাঞ্জেলিনা। সন্তানদের দেখভালের জন্যে যথেষ্ট টাকা দিচ্ছেন না ব্র্যাড
8
সূত্রের খবর, অ্যাঞ্জেলিনা-ব্র্যাডের মধ্যে ২৬০০ কোটি, অর্থাত ৪০০ মিলিয়ন ডলারের বিনিময় একটি রফা হয়।