সাগরিকা ঘাটগের বদলে ঘোষ! জাহির খানকে এনগেজমেন্টের অভিনন্দন জানাতে গিয়ে গুলিয়ে ফেললেন অনিল কুম্বলে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 25 Apr 2017 12:03 PM (IST)
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
সাগরিকা ঘোষ টুইট করেই জানান, ভুল সাগরিকাকে ট্যাগ করা হয়েছে। তাঁর বিয়ের প্রশ্নই নেই, দুটো বাচ্চা রয়েছে।
13
জাহিরের পোস্টের পর শুরু হয় অভিনন্দনের বন্যা। টিম ইন্ডিয়ার কোচ অনিল কুম্বলে অভিনন্দন জানাতে গিয়ে সাগরিকা ঘাটগের বদলে ট্যাগ করে ফেলেন সাংবাদিক সাগরিকা ঘোষকে।
14
জাহির দিল্লি ডেয়ারডেভিলসের অধিনায়ক। সাগরিকাকে দেখা গিয়েছিল চক দে ইন্ডিয়া ছবিতে, হকি খেলোয়াড়ের চরিত্রে। ছবিতে তিনি ভারতীয় দলের ক্রিকেটারের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। বাস্তবে কিন্তু মালা পরাতে চলেছেন সেই ক্রিকেটারের গলাতেই।
15
পেসার জাহির খান এনগেজমেন্ট সারলেন বলিউড অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে। টুইটারে এ কথা জানিয়েছেন জাহির।