সামনেই অঙ্কিতা লোখন্ডের বিয়ে? কী পরিকল্পনার কথা জানালেন অভিনেত্রী?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Apr 2020 07:06 PM (IST)
1
প্রেমিক ভিকি জৈনের সঙ্গে বিয়ের জল্পনা? কি বলছেন বলি নায়িকা অঙ্কিতা লোখন্ডে?
2
যে ছবির জন্য তাঁকে সবাই মনে রাখবে। এমনটাই স্বপ্ন অঙ্কিতার।
3
বিয়ের আগে ছবির প্রধান চরিত্রে অভিনয় করতে চান নায়িকা।
4
তিনি বলেন, অবশ্যই তিনি বিয়ে করবেন তবে এখনই নয়।
5
ভিকির সঙ্গে দীর্ঘদিনের প্রেম অঙ্কিতার। সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছড়ায় তাঁদের অন্তরঙ্গ ছবি।
6
অনুরাগীদের জল্পনাকে উড়িয়ে দেন খোদ নায়িকা।
7
অনুরাগীদের প্রশ্ন, করে বিবাহ বন্ধনে আবদ্ধ হচ্ছেন ভিকি-অঙ্কিতা?
8
বাগি ৩ ও মণিকর্নিকা ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখে গেছএ অঙ্কিতাকে।