ইভ টিজারদের অবস্থা শোচনীয় করে ছেড়েছে উত্তরপ্রদেশের অ্যান্টি রোমিও স্কোয়াড
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Mar 2017 05:32 PM (IST)
1
2
3
এর ফলে শুধু ইভ টিজারদেরই অবস্থা শোচনীয় হয়ে উঠেছে তা নয়। ধরা পড়েছে অন্যান্য অপরাধীরাও।
4
মোরাদাবাদের স্কুল, কলেজের সামনে ঘুরঘুর করা যুবকদের ধরপাকড়।
5
স্কুল, কলেজের ছাত্রীদের সঙ্গে কথাও বলছে পুলিশ।
6
7
স্কুল কলেজের পাশাপাশি হোটেলগুলির আশপাশেও নজর রাখছে অ্যান্টি রোমিও স্কোয়াড। শপিং মল, সিনেমা হল- কিছু বাদ পড়ছে না। মেয়েদের উত্যক্ত করার অভিযোগে ইতিমধ্যেই ধরা হয়েছে ১০০-র বেশি যুবককে।
8
পাকড়াও করা হচ্ছে গার্লস স্কুলের সামনে দাঁড়িয়ে থাকা রোমিওদের।
9
উত্তরপ্রদেশের ভিন্ন ভিন্ন এলাকা থেকে উঠে এসেছে এই সব ছবি।
10
অ্যান্টি রোমিও স্কোয়াডের সর্বাগ্রে আছেন মহিলা পুলিশ কর্মীরা। চড় থাপ্পড় থেকে কান ধরিয়ে ওঠবোস- ইভ টিজারদের নাস্তানাবুদ করা চলছে পুরোদমে।