মধুচন্দ্রিমা পর্বের মধ্যেই রোহিতকে ডাবল সেঞ্চুরির অভিনন্দন বিরাট-পত্নী অনুষ্কার
উল্লেখ্য, বিশ্বের একমাত্র ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে তিনটি ডাবল সেঞ্চুরির মালিক রোহিত।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর পরই অনুষ্কা রোহিতকে তাঁর রেকর্ড ইনিংসের জন্য অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তার জবাবে অনুষ্কা লেখেন, ধন্যবাদ রোহিত, তোমার অসাধারণ ইনিংসের জন্য অভিনন্দন।
এই তালিকায় রয়েছেন ভারতীয় দলের হিট-ম্যান রোহিত শর্মাও। গত ১২ ডিসেম্বর রোহিত কোহলি ও অনুষ্কাকে বিয়ের অভিনন্দন জানান। তাঁর বার্তায় রোহিত লেখেন, বিরাট, তোমাকে বিবাহিত জীবন সামলানোর জন্য একটা অভিধান দেব।
তাঁদের বিয়ের খবর ছড়িয়ে পড়তেই সারা বিশ্ব থেকেই অভিনন্দন আসে নবদম্পতির কাছে।
উল্লেখ্য, বিরাট কোহলির জায়গায় শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্বর ভার রোহিতের হাতে। গত ১১ ডিসেম্বর টিম ইন্ডিয়ার অধিনায়ক কোহলি ইতালির বিলাসবহুল রিসর্টে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েছেন।
রোহিতের বিধ্বংসী ইনিংস বিয়ের একেবারে সোনালি অধ্যায় মধুচন্দ্রিমায় মশগুল অনুষ্কা শর্মাকেও মুগ্ধ করছে। তিনি মধুচন্দ্রিমাতে থাকা অবস্থাতেও রোহিতকে অভিনন্দন না জানিয়ে পারলেন না।
গতকালই অধিনায়ক রোহিত শর্মার অপরাজিত ২০৮ রানের দৌলতে ভারত শ্রীলঙ্কাকে চলতি সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ১৪১ রানে বিধ্বস্ত করেছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -