বিশ্বকাপ শেষ, বিরাটের সঙ্গে ইংল্যান্ড থেকে দেশে ফিরলেন অনুষ্কা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Jul 2019 11:06 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
5
6
7
দেখুন তাঁদের আরও ছবি।
8
২০১৭-র ডিসেম্বরে বিয়ে করেছেন বিরাট-অনুষ্কা।
9
ম্যাচের সময় তিনি অবশ্য ছিলেন গ্যালারিতে, উৎসাহ দিচ্ছিলেন বিরাট বাহিনীকে।
10
অনুষ্কা এই মুহূর্তে কোনও ছবি করছেন না। বিশ্বকাপ চলাকালীন ইংল্যান্ডের রাস্তায় ঘুরতে দেখা যায় তাঁকে।
11
তবে লিগ স্তরে ভারত ছিল ১ নম্বরে।
12
বিশ্বকাপ সেমিফাইনালে অল্পের জন্য নিউজিল্যান্ডের কাছে হেরে যায় ভারত।
13
দুজনের হাতেই ছিল ভারী ভারী ব্যাগ ও স্যুটকেস।
14
বিশ্বকাপ ক্রিকেটের সেমিফাইনালে ছিটকে গিয়েছে টিম ইন্ডিয়া। কিন্তু বিমান টিকিট না মেলায় খেলোয়াড়রা এতদিন ইংল্যান্ডে আটকে ছিলেন। সবাই এক সঙ্গে না ফিরে কয়েকজন করে দেশে ফিরছেন তাঁরা। গতকাল সন্ধেয় ফিরলেন অধিনায়ক বিরাট কোহলি ও তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা।