আই ফোন ৬এস এবং ৬ এস প্লাস-এর দাম প্রায় ২২ হাজার পর্যন্ত কমাল অ্যাপল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 15 Sep 2016 09:30 PM (IST)
1
উৎসবের মরশুমে আই-ফোন কেনার কথা ভাবছেন? তাহলে আপনার জন্য সুখবর। ভারতে আই-ফোনের দাম কমাল অ্যাপল। আই-ফোন ৬এস, ৬ এস প্লাস-এর ১২৮ জিবি মডেল এবং আই ফোন এসই-র ৬৪ জিবি মডেলের দাম কমানো হয়েছে।
2
আগামী ৭ অক্টোবর মুক্তি পাচ্ছে আই ফোন ৭ এবং আই ফোন ৭ প্লাস। আই ফোন ৭ (৩২ জিবি)-র দাম রাখা হয়েছে ৬০ হাজার টাকা।
3
অক্টোবরেই আই ফোন ৭ এবং আই ফোন ৭ প্লাস ভারতের বাজারে নিয়ে আসছে অ্যাপল। ঠিক তার আগেই আগের মডেলগুলির দাম কমাোনর ঘোষণা করল সংস্থা।
4
আই-ফোন ৬এস, ৬ এস প্লাস-এর অন্য মডেলের দাম ১২ হাজার কমেছে। এদিকে, আই ফোন এসই ৬৪ জিবি মডেলের দাম ৫ হাজার কমে হয়েছে ৪৪,০০০ টাকা।
5
একইভাবে ৬ এস প্লাস-এর ১২৮ জিবি মডেলের দাম ২২ হাজার টাকা কমে হয়েছে ৭০ হাজার টাকা।
6
১২৮ জিবি-র আই-ফোন ৬এস-এর মডেলের দাম কমেছে ২২ হাজার টাকা। আগে ছিল ৮২ হাজার। নতুন দাম ৬০ হাজার।