বান্ধবী জর্জিয়ার সঙ্গে আরবাজ খান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 02 Sep 2018 10:56 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
মালাইকার সঙ্গে আরবাজের সম্পর্ক এখনও ভাল। তবে ভিন্ন ভিন্ন পথ বেছে নিয়েছেন তাঁরা। আরবাজ প্রেম করছেন জর্জিয়ার সঙ্গে, ওদিকে গুঞ্জন উঠেছএ মালাইকা ও অর্জুন কপূরের সম্পর্ক নিয়ে।
3
আরবাজের সঙ্গে তাঁর প্রথম পত্নী মালাইকার বিচ্ছেদ হয়ে গিয়েছে। ১৯৯৮-তে তাঁরা বিয়ে করেন, একটি সন্তান রয়েছে।
4
শোনা যাচ্ছে শিগগিরই বিয়ে করবেন তাঁরা।
5
মুম্বইয়ের আন্ধেরিতে দেখা গেল তাঁদের।
6
7
8
নিয়মিত এক সঙ্গে দেখা যায় আরবাজ-জর্জিয়াকে। ফিল্মি পার্টিতেও এক সঙ্গে যান তাঁরা।
9
মালাইকা অরোরা অতীত। সলমন খানের ভাই আরবাজ এখন প্রেম করছেন জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে।