রাখি হাতে অর্জুন কপূর, পাশে বোন অংশুলা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Aug 2017 10:20 AM (IST)
1
সব ছবি: মানব মঙ্গলানি
2
3
4
অর্জুন ও অংশুলা বনি কপূর ও তাঁর প্রথম পত্নী, প্রয়াত মোনা কপূরের ছেলেমেয়ে।
5
অর্জুন বারবারই বলেছেন, পরিবারে বোনের সঙ্গেই তিনি সবথেকে ঘনিষ্ঠ।
6
অর্জুনের বোন বলিউডের কেউ নন, ক্যামেরার সামনে আসেনও না। কিন্তু উৎসবের দিন একটু নিয়ম ভাঙলে ক্ষতি কী!
7
কাকা সঞ্জয় কপূরের বাড়ির বাইরে দাঁড়িয়ে দুই ভাইবোন।
8
অর্জুন কপূর সেলিব্রেট করছেন রাখিবন্ধন উৎসব। সঙ্গে ছোট বোন অংশুলা।