ঠিক যেন গল্প বা সিনেমা! নিখোঁজ হওয়ার পর ফিরে এলেন সেনা জওয়ান
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Jun 2016 12:18 AM (IST)
1
ধর্মবীর এখনও সম্পূর্ণ সুস্থ নন। তবে সবাইকে চিনতে পারছেন
2
ধর্মবীরের স্ত্রী বলেছেন, তিনি সবসময় স্বামীর ফিরে আসার জন্য প্রার্থনা করতেন
3
সোমবার সবাইকে চমকে দিয়ে বাড়ি ফিরে এসেছেন ধর্মবীর। তিনি জানিয়েছেন, দুর্ঘটনার পর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিলেন। এতদিন দেহরাদুন, রুরকি, হরিদ্বারে ভিক্ষা করতেন। কয়েকদিন আগে ফের একটি দুর্ঘটনার পর তাঁর স্মৃতি ফিরে এসেছে। যে বাইকের সঙ্গে তাঁর ধাক্কা লেগেছিল, সেই বাইক আরোহীই তাঁকে ৫০০ টাকা দিয়ে বাড়ি ফিরে আসতে সাহায্য করেছেন
4
তিন বছর পরে তাঁকে মৃত ঘোষণা করে সেনাবাহিনী। ধর্মবীরের স্ত্রীকে পেনসন দেওয়া শুরু হয়
5
২০০৯-এর নভেম্বরে সেনার গাড়ি দুর্ঘটনার মুখে পড়ে। তারপর থেকেই আর খোঁজ পাওয়া যাচ্ছিল না ধর্মবীরের
6
তিনি ভারতীয় সশস্ত্র সেনাবাহিনীতে যোগ দেন
7
রাজস্থানের আলোয়াড় জেলায় বাড়ি সেনা জওয়ান ধর্মবীর যাদবের