অরুণাচল প্রদেশে তুষারঝড়ে আটকে পড়া ১২৭ পর্যটককে উদ্ধার করল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 19 Mar 2017 09:31 PM (IST)
1
খাদে পড়ে বুলগেরিয়ার এক মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে। মধ্যরাতে তাঁর দেহ উদ্ধার করেন জওয়ানরা। সব ছবি সৌজন্য- প্রতিরক্ষামন্ত্রক
2
পাঁচ বিদেশি সহ ১২৭ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাঁদের সেনা ছাউনিতে নিয়ে এসে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
3
খবর পেয়েই শনিবার রাতে উদ্ধারে নেমে পড়ে সেনার ব্লেজিং সোর্ড ডিভিশনের জওয়ানরা। রাতের অন্ধকারেই উদ্ধারকার্য পুরোদমে চলে।
4
প্রায় ২-৩ ফুট উঁচু বরফে সড়ক ঢেকে যায়। আটকে পড়েন বহু দেশী-বিদেশি পর্যটক।
5
অরুণাচল প্রদেশের তেজপুরে ও তাওয়াংয়ের মধ্যবর্তী আহিরগড়, সেলা, নুরানাংয়ে গতকাল দুপুরে প্রবল তুষারঝড় আছড়ে পড়ে।