অরুণাচল প্রদেশে তুষারঝড়ে আটকে পড়া ১২৭ পর্যটককে উদ্ধার করল সেনা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
19 Mar 2017 09:31 PM (IST)
1
খাদে পড়ে বুলগেরিয়ার এক মহিলা পর্যটকের মৃত্যু হয়েছে। মধ্যরাতে তাঁর দেহ উদ্ধার করেন জওয়ানরা। সব ছবি সৌজন্য- প্রতিরক্ষামন্ত্রক
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
পাঁচ বিদেশি সহ ১২৭ জন পর্যটককে উদ্ধার করা হয়। তাঁদের সেনা ছাউনিতে নিয়ে এসে খাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়।
3
খবর পেয়েই শনিবার রাতে উদ্ধারে নেমে পড়ে সেনার ব্লেজিং সোর্ড ডিভিশনের জওয়ানরা। রাতের অন্ধকারেই উদ্ধারকার্য পুরোদমে চলে।
4
প্রায় ২-৩ ফুট উঁচু বরফে সড়ক ঢেকে যায়। আটকে পড়েন বহু দেশী-বিদেশি পর্যটক।
5
অরুণাচল প্রদেশের তেজপুরে ও তাওয়াংয়ের মধ্যবর্তী আহিরগড়, সেলা, নুরানাংয়ে গতকাল দুপুরে প্রবল তুষারঝড় আছড়ে পড়ে।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -