অক্ষয় কুমারকে ‘পাল্টা জবাব’ আর্শাদ ওয়ার্সির
এবার ‘আঁখে ২’ সিনেমায় অক্ষয় বাদ পড়লেন। নেওয়া হল আর্শাদকে। এই দুই অভিনেতা ইতিমধ্যে ‘জানি দুশমন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appছবির সিকোয়েলে বাদ পড়ার পর হতাশা গোপন করেননি আর্শাদ। তিনি বলেছিলেন, নির্মাতাদের সিকোয়েলে বড় তারকার প্রয়োজন ছিল। তাই অক্ষয়কে নেওয়া হয়েছে। এর জবাবে অক্ষয় বলেছিলেন, ওই মন্তব্য সম্পর্কে তিনি কোনও প্রতিক্রিয়া দিতে চান না। কারুর কোনও প্রশ্ন থাকলে প্রযোজকদের করা উচিত। একইসঙ্গে তিনি বলেছেন, ‘ওয়েলকাম’ সিনেমায় তিনি ছিলেন। কিন্তু ‘ওয়েলকাম ব্যাক’-এ ছিলেন না। এতে তাঁর খারাপ কিছু মনে হয়নি।
২০১৩-র সিনেমা ‘জলি এলএলবি’ দর্শকদের খুবই পছন্দ হয়েছিল
এর আগে ‘জলি এলএলবি’ নির্মাতারা সিকোয়েলে আর্শাদের জায়গায় নিয়েছিলেন অক্ষয়কে।
সিনেমায় আর্শাদ ছাড়াও রয়েছেন অমিতাভ বচ্চন, অনিল কাপূর, ইলায়ানা ডিক্রুজ, অর্জুন রামপাল এবং অনু কাপূর।
‘আঁখে ২’ সিনেমায় অক্ষয় কুমারের বদলে নেওয়া হয়েছে আর্শাদ ওয়ার্সিকে
- - - - - - - - - Advertisement - - - - - - - - -