বলিউডের সঙ্গে ক্রিকেটের গাঁটছড়া বহুদিনের, দেখব একনজরে বিরুষ্কার আগে কারা নাম লিখিয়েছেন সেই তালিকায়
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আহজারউদ্দীন এবং মডেল-অভিনেত্রী সঙ্গীতা বিজলানির বিয়ে হয় ১৯৯৬ সালে। যদিও ২০১০ সালে তাঁদের বিয়ে ভেঙে যায়
দিন কয়েক আগে চাক দে ইন্ডিয়ার অভিনেত্রী সাগরিকা ঘাটগের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন জাহির খান। এখন তাঁরা মালদ্বীপে রয়েছেন মধুচন্দ্রিমায়
গতবছরই যুবরাজ সিংহ বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী হ্যাজেল কিচকে। পঞ্জাবের ফতেহগড় সাহিব জেলার সিরহিন্দ-চণ্ডীগড় রোডে ডাফেরা গ্রামে বাবা রাম সিংহ গান্ডুয়ান ওয়ালের ডেরায় বিয়ে করেন যুবি-হেজেল
বিরাট কোহলি-অনুষ্কা শর্মা গতকালের পর আনুষ্ঠানিক ভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এরসঙ্গে সঙ্গে তাঁরা সেই তালিকায় নাম লিখিয়ে ফেললেন, যে ট্রেন্ড শুরু করেছিলেন অভিনেত্রী শর্মিলা ঠাকুর এবং ক্রিকেটার মনসুর আলি খান পতৌদি
তবে এই ট্রেন্ড শুরু হয়েছিল শর্মিলা ঠাকুর এবং মনসুর আলি খান পতৌদির হাত ধরে। ১৯৬৯ সালের ২৭ ডিসেম্বর নিকাহ হয় শর্মিলা এবং পতৌদির।
২০১৫ সালে পঞ্জাবি স্টাইলে জলন্ধরে বিয়ে করেন হরভজন সিংহ-অভিনেত্রী গীতা বসরা।