একের পর এক রেকর্ড অশ্বিনের
প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে একই টেস্টে সেঞ্চুরি ও সাত উইকেট সংগ্রহের কৃতিত্ব অর্জন করলেন অশ্বিন। এখনও পর্যন্ত বিশ্বের তিনজন ক্রিকেটারের এই কৃতিত্ব রয়েছে। এই তালিকায় অশ্বিনের সঙ্গে রয়েছেন জ্যাক গ্রেগরি ও ইয়ান বোথাম।
২০১১ থেকে এ পর্যন্ত টিম ইন্ডিয়ার অভিষেককারী খেলোয়াড়দের পিছনে ফেলে অশ্বিন সর্বাধিক পাঁচ বার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। এশিয়ার বাইরে এই প্রথম টেস্টে ম্যান অফ দ্য ম্যাচ হলেন তিনি।
অশ্বিন অস্ট্রেলিয়ার প্রাক্তন বোলার ক্লারি গ্রিমেটকেও পিছনে ফেলেছেন। কেরিয়ারের প্রথম ৩৩ টি টেস্টের মধ্যে ১৭ বার ৫ উইকেট নিলেন তিনি। গ্রিমেট প্রথম ৩৩ ম্যাচে ১৬ বার পাঁচ উইকেট নিয়েছেন। এখন বিশ্বের দ্রুততম ২০০ টি টেস্ট উইকেট সংগ্রহের দিকে নজর থাকবে অশ্বিনের। এজন্য তাঁকে তিন ম্যাচে ১৭ উইকেট নিতে হবে।
ভারতীয় উপমহাদেশের বাইরে এই প্রথম ৫ বা তার বেশি উইকেট নিলেন তিনি। এর আগে এক্ষেত্রে তাঁর সবচেয়ে ভালো পারফরম্যান্স ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। গত বছর অস্ট্রেলিয়ায় ১০৫ রানে ৪ উইকেট নেন তিনি।
এই ম্যাচে একাধিক রেকর্ড করেছেন অশ্বিন। ব্যাট হাতে শতরান করেছেন তিনি। পরে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংসে সাত উইকেট দখল করেন।
ব্যাট হাতে সেঞ্চুরি৷ বল হাতে একাই ৭ উইকেট৷ অ্যান্টিগা টেস্টে অশ্বিনের ভেল্কি৷ অল রাউন্ড পারফরমেন্সেই বাজিমাত অশ্বিনের৷ প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে এক ইনিংস ও ৯২ রানে হারিয়ে চলতি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারত।