বন্যাবিধ্বস্ত অসম, মৃত ২৯, পরিস্থিতি ‘ভয়াবহ’, বললেন রাজনাথ সিংহ
জলাশয় ও রাস্তা এক হয়ে গিয়েছে। তারই মধ্যে দিয়ে চলেছে বাচ্চারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসবাই চলেছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে।
বিপজ্জনকভাবে কলার ভেলায় চড়ে নদী পেরোচ্ছে একটি পরিবার।
জলে সব রসদই নষ্ট হয়ে গিয়েছে। বেঁচে থাকা রসদটুকু নিয়ে নৌকায় উঠছেন এক বৃদ্ধ।
চারদিকে জল। তারই মধ্যে চলছে রান্না।
প্রবল বর্ষণের জেরে রাস্তায় কোমর সমান জল।
শেষ সম্বলটুকু নিয়ে ডাঙার খোঁজে চলেছে একটি পরিবার।
খোলা হয়েছে ৯৭০ টি ত্রাণশিবির। গ্রামের পর গ্রাম ভেসে গেছে জলে। স্কুল, সড়ক ভীষণভাবে ক্ষতিগ্রস্থ। হাজার হাজার বাড়িতে জল ঢুকে গিয়েছে। তার মধ্যেই রান্না করতে বাধ্য হচ্ছেন মহিলারা।
বন্যা বিধ্বস্ত অসম। মৃতের সংখ্যা ২৯। ভয়াবহ বন্যা পরিস্থিতির শিকার ২৮ টি জেলার প্রায় ৩৬-৩৭ লক্ষ মানুষ। পরিস্থিতি এতটা খারাপ বুঝতে পারিনি। অসমের বন্যা পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। তিনি মুখ্যমন্ত্রী ও সরকারি আধিকারিকদের সঙ্গে কথা বলেছেন। বন্যা মোকাবিলার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন সাংবাদিক সম্মেলনে।
জলের তোড়ে ভেঙে গিয়েছে সেতু। নদী পারাপারের উপায় নেই। বাধ্য হয়ে শিশুরাই নৌকা চালাচ্ছে।
বন্যায় ডুবে গিয়েছে বাড়ি। নিরাপদ আশ্রয়ের খোঁজে নৌকা নিয়ে চলেছে একটি পরিবার।
নৌকা নেই। কলার ভেলাই তাই ভরসা। সন্তান ও গবাদি পশুটিকে সঙ্গে নিয়ে যাচ্ছেন মহিলারা।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -