ছবি: করোনা আতঙ্কের মধ্যেই বন্যা! অসমের পরিস্থিতি গা-শিউরে ওঠার মতো
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 May 2020 11:50 AM (IST)
1
গত ১৫ মে থেকে প্রবল বর্ষণ অসমের বিভিন্ন এলাকায়। তার জেরে হু হু করে বাড়ছে ব্রহ্মপুত্রের জল। ইতিমধ্যেই ব্রহ্মপুত্র নদের জল প্লাবিত করেছে অসমের ৫টি জেলা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App2
রে বিপদসীমার উপর দিয়ে বইছে ব্রহ্মপুত্রের জল। লখিমপুর, ধেমাজি, ডিব্রুগড়, গোয়ালপাড়া, কামরূপ সহ একাধিক জেলা বন্যার কবলে।
3
গোয়ালপাড়া জেলার প্রায় ৯ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। জলে ভেসে গেছে প্রায় ১২৭টি এলাকার ৫৭৯ হেক্টর এলাকা।
4
গোয়ালপাড়া জেলার প্রায় ৯ হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন।
5
মে ২৪-২৬, আইএমডি-র তরফে রেড ওয়েদার অ্যালার্ট জারি করা হয়েছে।
6
জলে ভেসে গেছে প্রায় ১২৭টি এলাকার ৫৭৯ হেক্টর এলাকা।
7
রাস্তায় ধস নেমে যোগাযোগ বিচ্ছিন্ন বেশ কিছু এলাকা।
photos (photos) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -