বড়দিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করবেন অসমে বোগিবিল ফ্লাইওভার, দেখে নেব তারই কিছু ছবি
তিনসুকিয়া-নাহরলগুন ইন্টারসিটি এক্সপ্রেসকে সবুজ সংকেত দিয়ে বোগিভিল ফ্লাইওভারের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৪.৯৪ কিমি লম্বা এই উড়ালপুলের সাহায্যে আসামের তিনসুকিয়া থেকে অরুণাচলের নাহরলগুনের দীর্ঘ যাত্রার সময় প্রায় ১০ ঘণ্টা কমে যাবে। ছবি-এএনআই
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএই বোগিভিল সেতু অসমের ডিব্রুগড় জেলা থেকে ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে অরুণাচলের ধেমাজী জেলার সিলাপাথর পর্যন্ত বিস্তৃত। ধেমাজী জেলার মানুষদের জন্য এই সেতু আশীর্বাদস্বরূপ হতে চলেছে। কারণ হাসপাতাল, মেডিক্যাল কলেজ থেকে ওষুধের দোকান, সবই ডিব্রুগড়ে। ছবি-এএনআই
এই দূরত্ব অতিক্রম করতে আগে সময় লাগত ১৫ ঘণ্টারও বেশি। এখন লাগবে মোটে ৫ ঘণ্টা।
সেতুর উপর আছে তিনটি সড়ক। সেতুর নীচ দিয়ে গেছে রেলওয়ে ট্র্যাক। সেখান দিয়ে ১০০ কিমি প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে ট্রেন।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -