দেখুন, থাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন কে এল রাহুল, আথিয়া শেট্টি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 31 Dec 2019 12:28 PM (IST)
1
বন্ধুদের সঙ্গে। ছবি- ইনস্টাগ্রাম
2
থাইল্যান্ড থেকে এই ছবিটি পোস্ট করেছেন আথিয়া।
3
রোদ্দুরে লুকোচুরি।
4
এটি আথিয়ার বাবা সুনীলের 'হেরাফেরি' ছবির বিখ্যাত ডায়লগ। এই ছবিতে প্রচুর কমেন্ট পেয়েছেন রাহুল! দেখুন আথিয়ার খাওয়া-দাওয়ার ছবি।
5
রাহুল এই ছবিটি পোস্ট করেছেন থাইল্যান্ডের একটি ক্যাফে থেকে। এই ছবিটির ক্যাপশনে রাহুল লিখেছেন, 'হ্যালো দেবীপ্রসাদ?'
6
নতুন বছরটা থাইল্যান্ডেই শুরু করবেন তাঁরা। ছুটি যাপনের পাশাপাশি চলছে দেদার হুল্লোড়।
7
আথিয়া শেট্টির সঙ্গে ক্রিকেটার কে এল রাহুলের সম্পর্ক ঘিরে জল্পনা তুঙ্গে। এবার সেই গুঞ্জন উসকে দিয়েই বন্ধুবান্ধব নিয়ে দুজনে ছুটি কাটাতে গেলেন থাইল্যান্ড।