দুমিনিটে পাঁচ সন্তানের জন্ম দিয়ে নয়া রেকর্ড অস্ট্রেলিয় মহিলার, প্রকাশ করলেন সন্তানদের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Mar 2017 02:00 PM (IST)
1
অস্ট্রেলিয় ওই মহিলার চারটি মেয়ে এবং একটি পুত্র সন্তান হয়েছে। সম্প্রতি কিম তাঁর সন্তানদের নিয়ে একসঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন।
2
কিম এবং ভউগান একটি ভ্যান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে থাকবেন বলে। আপাতত তাঁরা সেইজন্যেই টাকা তুলছেন
3
তবে কিম এবং ভউগানের আগের থেকেই তিনটি সন্তান ছিল। এখন দশজনের পরিবার।
4
এবছর জানুয়ারিতে ২৬ বছরের কিম তুসি দুমিনিটে জন্ম দেন পাঁচ সন্তানের
5
৫০টি হাতের আঙুল, ৫০ টি পায়ের আঙুল, ৬টি হৃদস্পন্দন একসঙ্গে শোনা যাচ্ছে। এমন অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো।
6
কিম যখন সন্তানের জন্ম দেন, তখন অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন পঞ্চাশ জন চিকিত্সক এবং নার্স।কিম এবং ভউগান তুসি পুরো অস্ত্রোপচারটি রেকর্ড করেছেন এবং ফেসবুকে একটি নয়া পেজও তৈরি করেছেন।
7
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া মোটেই সহজ কথা নয়। ৫৫ লক্ষের মধ্যে একজনেরই এমন হয়।