দুমিনিটে পাঁচ সন্তানের জন্ম দিয়ে নয়া রেকর্ড অস্ট্রেলিয় মহিলার, প্রকাশ করলেন সন্তানদের ছবি
অস্ট্রেলিয় ওই মহিলার চারটি মেয়ে এবং একটি পুত্র সন্তান হয়েছে। সম্প্রতি কিম তাঁর সন্তানদের নিয়ে একসঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appকিম এবং ভউগান একটি ভ্যান ভাড়া নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, সেখানে থাকবেন বলে। আপাতত তাঁরা সেইজন্যেই টাকা তুলছেন
তবে কিম এবং ভউগানের আগের থেকেই তিনটি সন্তান ছিল। এখন দশজনের পরিবার।
এবছর জানুয়ারিতে ২৬ বছরের কিম তুসি দুমিনিটে জন্ম দেন পাঁচ সন্তানের
৫০টি হাতের আঙুল, ৫০ টি পায়ের আঙুল, ৬টি হৃদস্পন্দন একসঙ্গে শোনা যাচ্ছে। এমন অভিজ্ঞতা সত্যিই মনে রাখার মতো।
কিম যখন সন্তানের জন্ম দেন, তখন অপারেশন থিয়েটারে উপস্থিত ছিলেন পঞ্চাশ জন চিকিত্সক এবং নার্স।কিম এবং ভউগান তুসি পুরো অস্ত্রোপচারটি রেকর্ড করেছেন এবং ফেসবুকে একটি নয়া পেজও তৈরি করেছেন।
একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দেওয়া মোটেই সহজ কথা নয়। ৫৫ লক্ষের মধ্যে একজনেরই এমন হয়।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -