অটো এক্সপো ২০২০: হাতের নাগালে বিদ্যুৎচালিত গাড়ি ‘ওরা আর ওয়ান’
এই গাড়িতে দ্রুত চার্জও দেওয়া যায়। গাড়িটিতে অন্যান্য সুবিধাও আছে।
Download ABP Live App and Watch All Latest Videos
View In App‘ওরা আর ওয়ান’-এর সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল ৩৩ কিলো হাই ওয়াট ব্যাটারি ও ৪৬ বিএইচপি মোটর। একবার ব্যাটারি চার্জ দিলে এই গাড়ি নিয়ে ৩০০ কিলোমিটারের বেশি যাওয়া যায়। এই গাড়ির সর্বোচ্চ গতি ঘণ্টায় ১০২ কিমি।
‘ওরা আর ওয়ান’ গাড়িটিতে ৯ ইঞ্চির টাচস্ক্রিন, রিয়ার ক্যামেরা প্লাস সেন্সরস, চারটি স্পিকার অডিও রয়েছে।
‘ওরা আর ওয়ান’ গাড়িটি দেখে ওয়াগন আর বা এস-প্রেসোর মতো ছোট গাড়ির মতো মনে হয়। তবে এই বিদ্যুৎচালিত গাড়িটি উন্নতমানের।
জিডব্লুএম সংস্থা বাজারে এনেছে বিদ্যুৎচালিত গাড়ি ‘ওরা আর ওয়ান’। এই গাড়ির দাম অন্য গাড়িগুলির তুলনায় বেশ খানিকটা কম। তবে গাড়িটি দেশে সে কথা মনে হয় না। গাড়িটির রং ও বিভিন্ন অংশ অত্যন্ত আকর্ষণীয়।
ভারতে বিদ্যুৎচালিত গাড়ির জনপ্রিয়তা না বাড়ার একটি অন্যতম কারণ হল, এই গাড়ির দাম ১০ লক্ষ টাকার কম নয়। তবে এবারের অটো এক্সপোতে বিশ্বের সবচেয়ে কম দামী বিদ্যুৎচালিত গাড়ির প্রদর্শনী চলছে।
অন্য দেশগুলির তুলনায় ভারতে এখনও সেভাবে জনপ্রিয় হয়নি বিদ্যুৎচালিত গাড়ি। তবে ধীরে ধীরে ভারতেও বিদ্যুৎচালিত গাড়ির জনপ্রিয়তা বাড়ছে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -