সুইফ্ট এর সঙ্গে পাল্লা দিতে বাজারে আসছে MG3 হ্যাচব্যাক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 11 Feb 2020 09:30 PM (IST)
1
বিদেশের বাজারে MG3-র চাহিদা খুব, কারণ MG হ্যাচব্যাকগুলির মধ্যে এর দাম বেশ আয়ত্বের মধ্যে। ভারতে এই গাড়ির দাম হতে পারে ৫ থেকে ৮ লাখ টাকা। ভারতের গাড়ির বাজারে শোরগোল ফেলে দিতে পারে গাড়িটি।
2
ভারতীয় বাজারে এলে ছোট পেট্রল ইঞ্জিন থাকবে গাড়িগুলিতে। টপ এন্ড গাড়িগুলিতে থাকবে ১.৫ লিটার ইঞ্জিন।
3
গাড়ির পিছনে আছে লম্বা আকারের টেল-ল্যাম্প।
4
এর আকর্ষণ স্পোর্টি অ্যালয় হুইল।
5
গাড়িটির ভিতর বড় টাচস্ক্রিন কিংবা ডিজিট্যাল স্ক্রিন নেই। কিন্তু প্রয়োজনীয় সব ফিচার আছে।
6
গাড়িটির সাইড ভিউ একেবারে ছিমছাম। গাড়িটির সারফেসও বেশ আকর্ষক।
7
এই গাড়ির গ্রিলের সঙ্গে যুক্ত আছে পয়েন্টি হেড ল্যাম্প। আছে বিগ বাম্পার সেটও।
8
বিদেশের বাজারে MG3-র চাহিদা খুব, কারণ MG হ্যাচব্যাকগুলির মধ্যে এর দাম বেশ আয়ত্বের মধ্যে। ভারতে এই গাড়ির দাম হতে পারে ৫ থেকে ৮ লাখ টাকা।