শাহরুখের হাত ধরে প্রকাশ্যে এল হুন্ডাই ক্রেটার নতুন মডেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Feb 2020 04:45 PM (IST)
1
অপেক্ষা আর কিছুক্ষণের। ভারতের বাজারে আসবে হুন্ডাই-এর ক্রেটার নতুন মডেল।
2
অটো এক্সপো-য় এই গাড়ির আনুষ্ঠানিক লঞ্চ করলেন শাহরুখ খান।
3
সবমিলিয়ে এই গাড়িটি বাজারের নতুন আকর্ষণ হয়ে উঠতে চলেছে শিগগিরিই।
4
নতুন এই গাড়িতে যাত্রীরা অনেক আরামে ঘুরতে পারবেন। থাকছে আরও বড় বুট।
5
গাড়ির ইনসাইড কেবিন হতে চলেছে অনেক বিলাসবহুল, আরামদায়ক।
6
গাড়ির পিছনের ডিজাইনেও আনা হয়েছে রদবদল। থাকছে টেন-ল্যাম্পের দুটি সেট।
7
দেখুন, এখনকার ক্রেটা মডেলের থেকে নতুন মডেলটি বেশ লম্বা ও চওড়া। লুকও বেশ প্রিমিয়াম।
8
আগের মডেলটির থেকে এটি প্রযুক্তি, আউটলুক সবদিক থেকেই অনেক এগিয়ে।