রামোজি ফিল্ম সিটিতে খুলে দেওয়া হল বাহুবলীর মাহিষ্মতী রাজ্য
ছবিতে ছিল বল্লালদেবের বিশাল এক মূর্তি। সেটি তৈরির জন্য প্রথমে তার ছোট থ্রি ডি মডেল বানানো হয়। তারপর তৈরি হয় আসল মূর্তি। ফাইবারের ওই মূর্তি তৈরি করতে ৩টি ইন্ডাস্ট্রিয়াল ক্রেন লেগেছিল, কাজ করেন প্রায় ২০০ শ্রমিক।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসব ছবি: রামোজিফিল্মসিটি ডট কম
সেট বানাতে খরচ হয় প্রায় ৫০ কোটি টাকা।
বাহুবলীর সেটের ১৫০০০ ছবি আঁকা হয় প্রথমে। ১০০ টেকনিশিয়ানের দল দিন রাত কাজ করে প্রায় ৪০০ কম্পিউটারের সাহায্যে ছবির স্পেশাল এফেক্ট তৈরি করে।
রামোজি ফিল্ম সিটি জানিয়েছে, ১২৫০-২৩৪৯ টাকার মধ্যে মিলবে টিকিট। বুক করা যাবে ফিল্ম সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে। ১৪ ডিসেম্বর পর্যন্ত পাওয়া যাবে টিকিট।
বহু পরিশ্রম করে এই সেট তৈরি করে বাহুবলী টিম।
হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে তৈরি হয় বাম্পার হিট বাহুবলীর সেট। এই ছবিতে দেখতে পাচ্ছেন মাহিষ্মতী রাজ্য। সকলের জন্য এই সেট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। পর্দার মাহিষ্মতীকে সামনাসামনি দেখতে ভিড় জমিয়েছেন মানুষ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -