দেখুন বলিউডে সদ্য পা রাখা বণিতা সাঁধুর ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 30 Jul 2019 10:06 AM (IST)
1
সব ছবি: ইনস্টাগ্রাম
2
3
4
১১ বছর বয়সে টিভি সিরিয়ালে অভিনয় করে কেরিয়ার শুরু করেন তিনি।
5
বণিতা থাকেন লন্ডনে। স্নাতকস্তরে পড়াশোনা করেন।
6
এখন অবশ্য আর বলিউডে কাজ করছেন না তিনি। বরং আমেরিকার একটি টিভি শো করতে চলেছেন। সেটি সায়েন্স ফিকশন।
7
মনে আছে বণিতাকে? গত বছর বরুণ ধবনের সঙ্গে তাঁর ছবি অক্টোবর মুক্তি পায়। পরিচালক ছিলেন সুজিত সরকার।
8
ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী বণিতা সাঁধু। নিজের কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি।