রবিবারের ম্যাচের আম্পায়ারদের সঙ্গে তুলনা সংক্রান্ত ট্যুইটের বিরোধিতা কয়েকজন সরকারি ব্যাঙ্ক কর্মীর, জবাব দিলেন সহবাগও
অন্য এক ব্যাঙ্ক অফিসার বলেন, তিনি কখনও গ্রাহকদের লাঞ্চের পর আসতে বলেন না। এর জবাবে সহবাগ লেখেন, ব্যতিক্রম রয়েছে। কিন্তু সরকারি ব্যাঙ্ক গ্রাহকদের সঙ্গে এখনও রবিবারের ম্যাচে প্লেয়ারদের সঙ্গে আম্পায়ারদের মতোই আচরণ করেন।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appসহবাগের এই ট্যুইটের জবাব দেন কয়েকজন ব্যাঙ্ক কর্মী। অতুল ঠাকুর নামে একজন লেখেন, তিনি একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের কর্মী। তিনি কখনওই গ্রাহকদের সঙ্গে এমন ব্যবহার করেন না। এর জবাবে সহবাগ অতুলকে ব্যতিক্রম বলে উল্লেখ করেন।
এই সিদ্ধান্তের সমালোচনা করে ভারতীয় দলের প্রাক্তন ওপেনার বীরেন্দ্র সহবাগ আম্পায়ারদের সঙ্গে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক কর্মীদের তুলনা টেনে ফেলেন। সহবাগ লেখেন, “ব্যাঙ্কগুলি যেমন তাঁদের গ্রাহকদের সঙ্গে ব্যবহার করেন তেমন ব্যবহারই ভারতীয় ব্যাটসম্যানদের সঙ্গে করল আম্পায়াররা। লাঞ্চের পর এসো।”
আম্পায়ারদের এই সিদ্ধান্ত দুই দলের ক্রিকেটারদের থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার ও ধারাভাষ্যকারদেরও বিস্মিত করে।
কিন্তু খেলার সময় একটি অদ্ভূত ঘটনা ঘিরে বিতর্ত তৈরি হয়েছে। ভারতের জয়ের জন্য যখন মাত্র ২ রান বাকি তখন আইসিসি-র নিয়ম উল্লেখ করে আম্পায়াররা লাঞ্চ বিরতি ঘোষণা করেন।
ভারত ১ উইকেট হারিয়ে মাত্র ২০.৩ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়।
ভারতীয় স্পিন আক্রমণের মুখে খড়কুটোর মতো উড়ে যায় দক্ষিণ আফ্রিকার ব্যাটিং অর্ডার। মাত্র ১১৮ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস
রবিবার একদিনের সিরিজের দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২-০ এগিয়ে গিয়েছে ভারত।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -