দেখুন বৃষ্টিভেজা মুম্বই-পুনে এক্সপ্রেসওয়ের ছবি
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jun 2018 11:03 AM (IST)
1
বর্ষায় সবুজে সবুজ হয়ে ওঠে মহারাষ্ট্র। নানারকম পাখির ডাক কানে আসে, দেখা মেলে পেখম মেলা ময়ূরেরও।
2
3
পুনে থেকে মুম্বই বাসে যাওয়ার সময় চোখে পড়বে এই ছবি।
4
এখানকার অসামান্য জলপ্রপাতগুলি ফুলে ফেঁপে ওঠে বৃষ্টিতে।
5
বর্ষা পড়লে মানুষ বেড়াতে যান মহাবালেশ্বর, লোনাভালা, খান্ডালার মত জায়গাগুলিতে।
6
দেখুন বর্ষায় মুম্বই-পুনে এক্সপ্রেসওয়েকে।
7
বৃষ্টি মানেই বিপর্যস্ত মুম্বই। কিন্তু জানেন কি, ঠিক এই সময়েই মুম্বই অসম্ভব সুন্দর হয়ে যায়।