দেখুন! সোনাক্ষী সিংহর অস্ট্রেলিয়া সফরের দুর্দান্ত কিছু ছবি
সফর সেরে ফিরে এসে ‘নূর’-এর পোস্ট প্রোডাকশনের কাজে ব্যস্ত হয়ে পড়বেন এই অভিনেত্রী। ছবির গল্প নেওয়া হয়েছে একটি ক্রাইম নভেল থেকে। (ছবি: ইনস্টাগ্রাম)
২৯ বছরের অভিনেত্রী এবার গিয়েছেন অস্ট্রেলিয়ায় তাঁর বন্ধু, ডিজাইনার সাক্ষী মেহরার কাছে। এর আগে ফেব্রুয়ারিতেও অস্ট্রেলিয়া যান তিনি, সেখানে স্কুবা ডাইভিং ও স্নরকেলিংয়ের মত ওয়াটার স্পোর্টসে অংশ নেন। (ছবি: ইনস্টাগ্রাম)
সোনাক্ষী নাকি ঘুরতে দারুণ ভালবাসেন। সুযোগ পেলেই দেশ দেখতে বার হওয়া তাঁর নেশা। (ছবি: ইনস্টাগ্রাম)
ইনস্টাগ্রামে ছবিগুলি আপলোড করেছেন ‘দাবাং’ অভিনেত্রী। (ছবি: ইনস্টাগ্রাম)
‘নূর’ ছবির শ্যুটিং শেষ। আর দেরি না করে ব্যাগট্যাগ গুছিয়ে সিডনি পাড়ি দিয়েছেন সোনাক্ষী। (ছবি: ইনস্টাগ্রাম)
‘ফোর্স টু’ ও ‘আকিরা’ নিয়ে গোটা বছরটা ব্যস্ত ছিলেন সোনাক্ষী সিংহ। আপাতত অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন তিনি। (ছবি: ইনস্টাগ্রাম)