চুল নরম এবং বাউন্সি করতে, কাপড় থেকে চায়ের দাগ তুলতে, মাংস ম্যারিনেট করতে ব্যবহার করুন বিয়ার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 16 Aug 2016 04:25 PM (IST)
1
কাপড়ে চা-কফির কড়া দাগ তুলতে বিয়ার খুবই উপকারী
2
মাংস ম্যারিনেট করতে ব্যবহার হয় বিয়ার।
3
4
আপনার বাগান যদি রং বেরঙের প্রজাপতিতে ভরে ওঠে তা হলে কেমন হয়? চিনি, বিয়ার, পাকা কলা, ১ কাপ গুড়, ১ কাপ ফলের রস আর ১ কাপ রাম মিশিয়ে বাগানের চারপাশে ছড়িয়ে দিলেই, ঝাঁকে ঝাঁকে প্রজাপতি আসবে
5
বিয়ারকে মাছি ধরার ট্র্যাপ হিসাবে ব্যবহার করা যায়। বিয়ারের গন্ধে মাছি আকৃষ্ট হয়ে বিয়ারের উপর বসে। সেখান থেকে আর পালাতে পারে না।
6
শ্যাম্পু করার পর বিয়ার দিয়ে ধুয়ে ফেলুন চুল। নরম এবং বাউন্সি হবে।
7
দৈনন্দিন জীবনে বিয়ারের ভূমিকা বহু