খুসকি থেকে মুক্তি পেতে, হাড় মজবুত রাখতে, খান বিয়ার, বলছে গবেষণা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 07 Aug 2016 01:20 PM (IST)
1
2
3
4
স্ট্রোক হওয়ার সম্ভাবনাও কমে যায় বিয়ার পান করলে, বলছে গবেষণা।
5
খুসকি তাড়াতে বিশেষ উপকারী বিয়ার।
6
হাড় শক্ত করতেও প্রয়োজন বিয়ারের।
7
রক্তচাপ নিয়ন্ত্রণ করতেও প্রয়োজন বিয়ারের
8
মাঝারি মাপের বিয়ার পান করলে কোলেস্টোরলও নিয়ন্ত্রণে থাকে
9
ক্যান্সার হওয়ার সম্ভাবনাও কমিয়ে দেয় বিয়ার
10
প্রতিদিন বিয়ার পান করলে, কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা ৪০ শতাংশ পর্যন্ত কমে যায়
11
ডায়াবেটিসের সমস্যা থাকলে বিয়ার পান করলে অনেকটাই উপকার মেলে
12
অ্যালঝাইমারের সমস্যাতেও বিশেষ উপকারী বিয়ার
13
বিয়ার পান করলে হৃদযন্ত্রের নানা সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে।