দেখুন, ভারতীয় দলের সেরা ব্যাটিং জুটি
বিজয় ও পূজারা এই মুহূর্তে রয়েছেন চার নম্বরে। তাঁরা ২৮ ইনিংসে ৬০.৩২ গড়ে ১,৬৮৯ রান করেছেন। সবচেয়ে বেশি রান ৩৭০। শতরান চারটি এবং অর্ধশতরান ৯টি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appভারতের তৃতীয় সফলতম জুটি রাহুল দ্রাবিড় ও সহবাগের। তাঁরা ৫৮ ইনিংসে ৬০.৪১ গড়ে ৩,৩৮৩ রান করেছেন। দু বার অপরাজিত ছিলেন। সবচেয়ে বেশি রান ৪১০। শতরানের পার্টনারশিপ ১০টি এবং অর্ধশতরান ১১টি।
দ্বিতীয় সফলতম জুটি সচিন ও সৌরভ গঙ্গোপাধ্যায়ের। তাঁরা ৭১টি ইনিংসে ৪,১৭৩ রান করেছেন। এর মধ্যে অপরাজিত ছিলেন তিন বার। গড় ৬১.৩৬। সবচেয়ে বেশি রান ২৮১। শতরানের পার্টনারশিপ ১২টি এবং অর্ধশতরান ১৬টি।
টেস্টে ভারতের সবচেয়ে সফল জুটি সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র সহবাগ। তাঁরা ২৩টি ইনিংসে ৬৭.৮২ গড়ে ১,৫৬০ রান করেছেন। শতরানের পার্টনারশিপ হয়েছে চারটি এবং অর্ধশতরান পাঁচটি। এক ইনিংসে জুটিতে সবচেয়ে বেশি রান ৩৩৬।
বেঙ্গসরকার ও রবি শাস্ত্রী ৩৩ ইনিংসে ৫৪.৫১ গড়ে ১,৬৯০ রান করেছিলেন। তাঁরা দু বার অপরাজিত ছিলেন। সবচেয়ে বেশি রান ২৯৮। শতরান তিনটি এবং অর্ধশতরান ১০টি।
গাওস্কর ও চেতন চৌহানের জুটিতে ৬০ ইনিংসে ৫৪.৮৫ গড়ে ৩,১২৭ রান উঠেছিল। তাঁরা তিনবার অপরাজিত ছিলেন। সবচেয়ে বেশি রান ২১৩। শতরান ১১ বার এবং অর্ধশতরান ১০ বার।
দ্রাবিড় ও গৌতম গম্ভীর ৪৭ ইনিংসে ৫৫ গড়ে ২,৫৩০ রান করেছিলেন। তাঁরা একবার অপরাজিত ছিলেন। সবচেয়ে বেশি রান ৩১৪। শতরানের পার্টনারশিপ সাতটি এবং অর্ধশতরান ৯টি।
সুনীল গাওস্কর ও মহিন্দর অমরনাথের জুটিতে ৪৪ ইনিংসে ৫৫.০২ গড়ে ২,৩৬৬ রান উঠেছিল। এই জুটি অপরাজিত ছিল একবার। সবচেয়ে বেশি রান ২২৪। শতরানের পার্টনারশিপ ১০টি এবং অর্ধশতরান সাতটি।
ভারতের দুই প্রাক্তন তারকা দিলীপ বেঙ্গসরকার ও গুন্ডাপ্পা বিশ্বনাথের জুটিও বেশ সফল ছিল। ৩২ ইনিংসে ৫৬.৪৮ গড়ে তাঁরা ১,৬৩৮ রান করেন। সবচেয়ে বেশি রান ২১০। শতরান পাঁচটি এবং অর্ধশতরান সাতটি।
ভারতের শ্রেষ্ঠ জুটির তালিকায় পাঁচ নম্বরে সচিন ও মহম্মদ আজহারউদ্দিন। তাঁরা ৪২ ইনিংসে ৫৮.১৭ গড়ে ২,৩৮৫ রান করেছেন। অপরাজিত ছিলেন একবার। শতরান ৯টি এবং অর্ধশতরান ৫টি। সবচেয়ে বেশি রান ২২২।
ভারতের বর্তমান টেস্ট দলের দুই সদস্য মুরলী বিজয় ও চেতেশ্বর পূজারার জুটি বেশ জমে উঠেছে। তাঁদের জুটিতে ৬০ এর বেশি গড়ে রান উঠেছে। তবে ভারতের সেরা জুটি হয়ে উঠতে গেলে এখনও অনেক পথ চলতে হবে বিজয়-পূজারাকে।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -