১০ হাজার টাকার কম দামের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত পাঁচ স্মার্টফোন
ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত রেডমি Note 3 স্মার্টফোনে রয়েছে ৫.৫ ডিসপ্লে। দাম ৯,৯৯৯ টাকা। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন চিপসেট রয়েছে।
lyf water 9 স্মার্টফোনও ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত। রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। দাম ৮,২৪৯ টাকা। এতে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার ও ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই স্মার্টফোনে জিও-র ওয়েলকাম অফার পাওয়া যাচ্ছে।
coolpad note 3 plus-এ রয়েছে ৫.৫ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরযুক্ত এই ফোনের দাম ৮,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে 3GB র্যাম এবং 3000mAh ব্যাটারি।
মাইক্রোম্যাক্সের unite 4 plus-এও রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এই স্মার্টফোনের দাম ৮,০৪৯ টাকা। এতে রয়েছে ২ GB র্যাম। এতে রয়েছে ৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
xiaomi redmi 3s prime-এর দাম ৮,৯৯৯ টাকা। এই ফোনে রয়েছে ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে। রয়েছে 3GB র্যাম এবং 4100mAh জোরদার ব্যাটারি।
স্মার্টফোন ব্যবহারকারীদের কাছে প্রাইভেসি বজায় রাখার ক্ষেত্রে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফিচার দারুন কার্যকর। দেখে নিন, ১০ হাজার টাকার কম দামের এমন পাঁচটি স্মার্টফোন, সেগুলিতে এই ফিচার রয়েছে।