এই হলিউড তারকা তাঁর যমজ সন্তানের জন্ম দেবেন বাড়িতে আঁতুরঘরে, হাসপাতালে নয়
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 13 Jun 2017 09:14 AM (IST)
1
2
3
এমনকি সন্তান বাড়িতে প্রসবের জন্যে একটি ব্যক্তিগত প্রেগন্যান্সি চেম্বার বা আঁতুরঘরও তৈরি করেছেন বেওয়েন্স।
4
5
সূত্রের খবর, তাঁর সন্তানের জন্ম হাসপাতালে নয়, বাড়িতে হবে। বর্তমান সময় যা কার্যত স্বাভাবিক নয়
6
আপাতত বহুদিন বাদে বেওয়েন্সের সৌজন্যে বাড়িতে আঁতুরঘর তৈরি করে সন্তান প্রসব করা দেখবে বিশ্ব।
7
তবে হঠাত্ কোনও প্রয়োজন লাগলে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে একটি অ্যাম্বুলেন্সও রাখা থাকবে বেওয়েন্সের বাড়িতে
8
বেওয়েন্স নওয়েল খুব শীঘ্রই যমজ সন্তানের মা হতে চলেছেন
9
সেখানে জরুরি সমস্ত চিকিত্সা সরঞ্জাম নিয়ে আসাও হয়েছে