মেঘালয়ে লড়াই চলছে কংগ্রেস-এনপিপির মধ্যে
২টি আসনে ভোটে লড়ছেন মুখ্যমন্ত্রী মুকুল সাংমা। ৪০ বছর ধরে কংগ্রেস এখানকার সবথেকে বড় দল। এখানে হারলে উত্তর পূর্বাঞ্চলের আরও একটি রাজ্য হারাবে তারা।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appত্রিপুরা ও নাগাল্যান্ডের তুলনায় এখানে বিজেপির ফল ততটা ভাল নয়।
মেঘালয়ে আসন সংখ্যা ৬০, তবে ভোট হয়েছে ৫৯টি আসনে। উইলিয়ামনগর কেন্দ্রে এনসিপি প্রার্থীর মৃত্যুর জেরে ওই কেন্দ্রে ভোট হয়নি।
২০১৩-র গত বিধানসভা ভোটে কংগ্রেস ৬০টির মধ্যে ২৯টি আসন পেয়েছিল। এনপিপি জেতে দুটি আসনে। বিজেপি সেবার খাতাই খুলতে পারেনি কিন্তু এবার তারা এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ৪টি আসনে।
মেঘালয় বিধানসভা ভোটে কড়া লড়াই চলছে কংগ্রেস ও এনপিপির মধ্যে। এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে কংগ্রেস। তাদের ঘাড়ের ওপর নিঃশ্বাস নিচ্ছে স্থানীয় দল এনপিপি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -