দেখুন, শাহিদ আফ্রিদি সম্পর্কে কী বললেন বিগ বস প্রতিযোগী আর্শি খান?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 08 Oct 2017 01:25 PM (IST)
1
২০১৫ সালে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদির সঙ্গে মডেল আর্শি খানের সম্পর্কের কথা শোনা গিয়েছিল। এবার বিগ বস ১১-র প্রতিযোগী আর্শি। তিনি বিগ বসের অ্যাপ ভুত-এ আফ্রিদি সম্পর্কে নয়া মন্তব্য করে বিতর্ক উস্কে দিয়েছেন
2
ট্যুইট করেও আফ্রিদির সঙ্গে শারীরিক সম্পর্ক থাকার দাবি করেছেন আর্শি
3
বিগ বসের অ্যাপে আফ্রিদিকে ভাল মানুষ বলে উল্লেখ করেছেন আর্শি
4
আর্শি এর আগে দাবি করেছিলেন, তিনি আফ্রিদির সন্তানের মা হতে চলেছেন। পরে অবশ্য তিনি নিজেই এই দাবি খারিজ করে দিয়েছেন
5
আফ্রিদির সঙ্গে এখনও তাঁর ভাল সম্পর্ক রয়েছে বলে দাবি আর্শির
6
আর্শির আরও দাবি, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কও ছিল
7
আফ্রিদিকে নিজের প্রেমিক বলে দাবি করেছেন আর্শি