নোট বাতিলের জের, ধার করে ডিম কিনতে হল বিপাশা বসুকে!
৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল হওয়ায় শুধু সাধারণ মানুষই নন, সমাজের সব ক্ষেত্রের মানুষই সমস্যায় পড়েছেন। বাদ যাননি সেলেবরাও
বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসু ট্যুইট করে বলেছেন, তাঁকে ধার করে ডিম কিনতে হয়েছে
কমল হাসান বলেছেন, দলমত নির্বিশেষে সবারই এই সিদ্ধান্তকে সমর্থন করা উচিত। সৎ করদাতাদেরই সবচেয়ে বেশি আনন্দিত হওয়া উচিত
অজয় দেবগণ বলেছেন, স্যাকরার ঠুকঠাক, কামারের এক ঘা
সোনালী বেন্দ্রে বলেছেন, এটি এক ঐতিহাসিক পদক্ষেপ। নতুন ভারতের সূচনা হল
কুণাল খেমু বলেছেন, এই ধরনের মাস্টারস্ট্রোকেই ইতিহাস তৈরি হয়। নরেন্দ্র মোদীর এই পদক্ষেপ দুর্নীতিমুক্ত ভারত গড়ার পথে সঠিক কাজ বলে প্রমাণিত হবে
কমেডিয়ান কপিল শর্মা বলেছেন, তিনি কোনওদিন এটিএমের বাইরে এত দীর্ঘ লাইন দেখেননি। প্রধানমন্ত্রীর জন্য তাঁর গর্ব হচ্ছে
মধুর ভাণ্ডারকরও প্রধানমন্ত্রীর প্রশংসা করেছেন
অভিনেতা সুনীল শেট্টি বলেছেন, ৯/১১ এলেই বড়সড় কোনও ঘটনা ঘটে। এবারও কিছু মানুষের জয় হবে এবং কিছু মানুষ হেরে যাবেন। নিশ্চিতভাবেই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের পদক্ষেপ শক্তিশালী সিদ্ধান্ত
প্রবীণ অভিনেতা ঋষি কপূরও প্রধানমন্ত্রীকে সাধুবাদ দিয়েছেন
কর্ণ জোহরও প্রধানমন্ত্রীর এই পদক্ষেপের প্রশংসা করেছেন। তাঁকে ধন্যবাদ জানিয়ে দুর্নীতিমুক্ত ভারত গড়ার কথা বলেছেন মোদী
গায়ক কৈলাস খের প্রধানমন্ত্রীর প্রশংসা করে বলেছেন, এটি ঐতিহাসিক সিদ্ধান্ত। এর ফলে ভারত উন্নত দেশগুলির সমকক্ষ হবে। তাঁর এই ট্যুইটের জবাবে প্রধানমন্ত্রী বলেছেন, দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। তবেই দেশের উন্নতি হবে
পাকিস্তানি অভিনেতাদের নিষিদ্ধ করার বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করা অনুরাগ কাশ্যপ এই ইস্যুতে সরকাররের পাশে দাঁড়িয়েছেন। তিনি মোদীর প্রশংসা করে বলেছেন, এর আগে কোনও রাজনৈতিক নেতাকে এত সাহসী পদক্ষেপ নিতে দেখেননি। কালো টাকা উদ্ধারের জন্য এটা অসাধারণ পদক্ষেপ
বিগ বি মজার ছলে বলেছেন, ‘পিঙ্ক’ ছবির প্রভাবেই ২০০০ টাকার নোটের রঙ হচ্ছে গোলাপী
রজনীকান্ত ট্যুইট করে বলেছেন, ‘নরেন্দ্র মোদীকে সেলাম। নতুন ভারতের জন্ম হল। জয় হিন্দ’
অমিতাভ বচ্চন, রজনীকান্ত, কর্ণ জোহর, অনুরাগ কাশ্যপ সহ বলিউডের অনেক তারকাই ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন। দেখুন, কে কী বলেছেন