দেখুন! কীভাবে জন্মদিন পালন করলেন বিপাশা
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appএর আগে ২০০৮-এ রেস ছবির শ্যুটিংয়ের সময় সেফ আলি খানের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তাঁর।
হরমন বাওয়েজার সঙ্গে তাঁর মাখামাখি এতটাই ছিল যে শোনা যাচ্ছিল, লুকিয়ে বিয়ে করেছেন তাঁরা। তারপর অবশ্য বিপাশার সম্পর্ক হয় বাহুবলীর বল্লালদেব রানা ডাগ্গুবাটির সঙ্গে।
২০১১-য় হয়ে যায় ছাড়াছাড়ি। যদিও জন-বিপাশা কেউ বিচ্ছেদের কারণ জানাননি।
জন আব্রাহামের সঙ্গে তাঁর বেশ কয়েক বছর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
এক সময় লিভ ইন করতেন তাঁরা। পরে ব্রেক আপ হয়ে যায়।
বিপাশা এক সময় প্রেম করতেন নায়ক ডিনো মোরিয়ার সঙ্গে।
কর্ণের সঙ্গে সম্পর্কের আগে বিপাশার নাম বলিউডের ৫ নায়কের সঙ্গে শোনা যেত। এমনকী বিশ্বখ্যাত ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সঙ্গেও তাঁর নাম জুড়ে যায়।
ছোট পর্দার নায়িকা অনুষা ডান্ডেকর।
ছিলেন ঘনিষ্ঠ কিছু বন্ধুও।
স্বামী কর্ণ সিংহ গ্রোভারের সঙ্গে বিপাশা।
গতকাল ৪০-এ পড়েছেন বিপাশা বসু। তাঁর বান্দ্রার বাড়িতে হল পার্টি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -