বার্থডে স্পেশাল: অমিতাভ বচ্চন সম্পর্কে ১০টি বিস্ময়কর তথ্য
ভালবাসেন কলম সংগ্রহ করতে। পছন্দের ব্র্যান্ড লঞ্জাইনস। হাঁপানির সমস্যা রয়েছে। এ ছাড়াও রয়েছে পেশি সংক্রান্ত একটি বিরল অসুখ-মায়াস্থেনিয়া গ্র্যাভিস।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appঅন্য যে কোনও বলিউডি অভিনেতার তুলনায় অমিতাভ দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন অনেক বেশি। ‘মহান’ ছবিতে তাঁকে দেখা গেছে তিনটি চরিত্র করতে।
চেয়েছিলেন ইঞ্জিনিয়ার হতে। ইচ্ছে ছিল, ভারতীয় বায়ুসেনায় যোগ দেওয়ায়।
‘সাত হিন্দুস্থানি’ ছবিতে বিগ বি-র অভিষেক। সেটাই তাঁর কেরিয়ারে একমাত্র সাদা কালো ছবি।
তাঁর প্রথম বেতন ছিল মাত্র ৩০০ টাকা।
শোনা যায়, কেরিয়ারের শুরুতে মেরিন ড্রাইভের একটি বেঞ্চে শুয়ে রাত কাটাতেন অমিতাভ।
দুই হাতেই লিখতে পারেন তিনি।
কণ্ঠস্বর বেশী ভারি-এই অভিযোগে আকাশবাণী অমিতাভকে একবার প্রত্যাখ্যান করে।
তাঁদের আসল পদবি শ্রীবাস্তব। অমিতাভের বাবা লেখালেখির জন্য ‘বচ্চন’ ছ্দ্মনাম নিয়েছিলেন। সেটিই গ্রহণ করেন পরিবারের অন্য সদস্যরা।
বাবা মা অমিতাভের নাম দিয়েছিলেন ইনকিলাব।
১১ অক্টোবর ৭৪-এ পা দিলেন বিগ বি। প্রতিষ্ঠার লড়াই, অনিশ্চয়তা ও হতাশার দিনগুলি পিছনে ফেলে তিনি পৌঁছে গিয়েছেন সাফল্যের শীর্ষে। জেনে নিন তাঁর সম্পর্কে ১০টি অল্প জানা তথ্য।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -