বিশ্বসুন্দরী খেতাব জয়ের আগে কেমন ছিল মানুসীর জীবন? জন্মদিনে রইল তারই কিছু ঝলক
২৩ বছরে পা দিলেন মানুসী চিল্লর। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appমানুসীর আগে এই খেতাব জিতেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। খুব শীঘ্রই রুপোলি পর্দায়া ডেবিউ করতে চলেছেন মানুসী।
মানুসীর বাবা একজন বিজ্ঞানী। তাঁর মা নিউট্রেসানিস্ট।
২০১৭ সালে যখন মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন, তখন মেডিক্যাল পড়ছিলেন মানুসী। খেতাব জেতার পর পড়াশোনা থেকে সাময়িক বিরতি নেন তিনি।
দিল্লির সেন্ট থমাস স্কুলে পড়াশোনা করেছেন মানুসী। পড়াশোনার পাশাপাশি সখ ছিল মডেলিং-এর।
এখন মানুসী এক্কেবারে গ্রুমড! কিন্তু তাঁর স্কুল কলেজের ছবি দেখলে আপনি চমকে যাবেন বৈকি! মানুসীর জন্ম হরিয়ানাতে।
আজ মানুসীর জন্মদিনে ফিরে দেখা যাক, প্রচারের আলোয় আসার আগে কেমন ছিল মানুসীর জীবন? ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে আনা এই ভারতীয় কী করতেন আগে?
- - - - - - - - - Advertisement - - - - - - - - -