বিশ্বসুন্দরী খেতাব জয়ের আগে কেমন ছিল মানুসীর জীবন? জন্মদিনে রইল তারই কিছু ঝলক
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 14 May 2020 10:14 AM (IST)
1
২৩ বছরে পা দিলেন মানুসী চিল্লর। ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব জিতেছিলেন তিনি।
2
মানুসীর আগে এই খেতাব জিতেছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। খুব শীঘ্রই রুপোলি পর্দায়া ডেবিউ করতে চলেছেন মানুসী।
3
মানুসীর বাবা একজন বিজ্ঞানী। তাঁর মা নিউট্রেসানিস্ট।
4
২০১৭ সালে যখন মিস ওয়ার্ল্ডের খেতাব জেতেন, তখন মেডিক্যাল পড়ছিলেন মানুসী। খেতাব জেতার পর পড়াশোনা থেকে সাময়িক বিরতি নেন তিনি।
5
দিল্লির সেন্ট থমাস স্কুলে পড়াশোনা করেছেন মানুসী। পড়াশোনার পাশাপাশি সখ ছিল মডেলিং-এর।
6
এখন মানুসী এক্কেবারে গ্রুমড! কিন্তু তাঁর স্কুল কলেজের ছবি দেখলে আপনি চমকে যাবেন বৈকি! মানুসীর জন্ম হরিয়ানাতে।
7
আজ মানুসীর জন্মদিনে ফিরে দেখা যাক, প্রচারের আলোয় আসার আগে কেমন ছিল মানুসীর জীবন? ২০১৭ সালে মিস ওয়ার্ল্ডের খেতাব ছিনিয়ে আনা এই ভারতীয় কী করতেন আগে?