আজ আলিয়া ভট্টের জন্মদিন, জেনে নিন তাঁর সম্পর্কে কিছু অজানা তথ্য
বাবার অনেক বিষয় পছন্দ নয় তাঁর। বিশেষ করে মহেশের একাধিক সম্পর্ক ভাল চোখে দেখেন না তিনি।
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appবিমানে সফর করতে ভয় পান তিনি।
আলিয়া মনে করেন, ভাল ঘুমই সৌন্দর্যের রহস্য। তবে ভোরে উঠে পড়তে আপত্তি নেই তাঁর।
অভিনেতা ইমরান হাসমি ও পরিচালক মোহিত সূরি সম্পর্কে তাঁর ভাই।
অভিনয় ও গান গাওয়া ছাড়া তাঁর ছবি আঁকায় আগ্রহ রয়েছে। চারকোল পেন্টিং করতে ভালবাসেন তিনি।
করিনা কপূর, ক্যাটরিনা কাইফের সঙ্গে আলিয়ার সম্পর্ক যথেষ্ট ভাল। তিনি ও ক্যাটরিনা একসঙ্গে জিমে যান।
আলিয়া ও সিদ্ধার্থ মালহোত্রার সম্পর্ক নিয়ে গুঞ্জন রয়েছে। ঘনিষ্ঠ ফটোশ্যুটও করিয়েছেন তাঁরা।
বাবা মহেশ ভট্টের যথেষ্ট ঘনিষ্ঠ আলিয়া। কিন্তু মা সোনি রাজদানের বেশি কাছাকাছি। তাঁর সঙ্গে ছবিতে কাজ করতে চান তিনি।
মুম্বইয়ের যমুনাবাঈ নার্সারি স্কুলে আলিয়ার প্রাথমিক শিক্ষা। পড়াশোনায় খুব একটা আগ্রহ ছিল না তখন। তবে নাচ গানে উৎসাহী ছিলেন।
স্টুডেন্ট অফ দ্য ইয়ারের আগেও বড় পর্দায় দেখা গিয়েছে তাঁকে। সংঘর্ষ ছবিতে তিনি করেন প্রীতি জিন্টার ছোটবেলার চরিত্র। তখন আলিয়ার বয়স ৬।
স্টুডেন্ট অফ দ্য ইয়ার ছবির জন্য ৩ মাসে ১৬ কেজি ওজন ঝরান আলিয়া। তার আগে তাঁর ওজন ছিল ৬৭ কেজি। প্রায় ৫০০ মেয়ে ওই চরিত্রের জন্য অডিশন দেন।
আজ ২৫-এ পড়লেন আলিয়া ভট্ট। মুম্বইয়ে ১৯৯৩-এ জন্ম হয় তাঁর।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -