জন্মদিন স্পেশাল- ৫৬য় সুনীল শেট্টি, এখন কী করছেন তিনি, ছবিতে জেনে নিন
সুনীল বয়স হলেও ফিটনেস ধরে রাখায় সচেতন। শরীরচর্চা করে দারুণ ফিট তিনি। ছবিও সেকথাই বলছে। সব ছবি তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের সৌজন্যে
সেই সূত্রে ইতিমধ্যেই তিনি প্রচুর সম্পত্তি করেছেন যার আর্থিক মূল্য ১০০ কোটির কাছাকাছি।
একটি সূত্রের দাবি, সুনীল মুম্বইয়ে চালু একাধিক রেস্তোরাঁর মালিক। দক্ষিণ ভারতেও নাকি তাঁর রেস্তোরাঁর ব্যবসা আছে।
তবে বর্তমানে ফিল্ম থেকে দূরে রয়েছেন তিনি। বস্তুত ২০১৫ থেকেই তিনি অভিনয় থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আলাদা ভাবে ব্যবসায় নামেন।
ধড়কন ছবিতে দেবের ভূমিকায় নজর কেড়ে নিয়েছিলেন সুনীল। সেই ছবিতে শিল্পা শেট্টি, অক্ষয় কুমার, মহিমা চৌধুরিও ছিলেন।
তারপর থেকে তাঁর কেরিয়ার গ্রাফ ওপরের দিকে উঠতে থাকে। ভাই, ক্রোধ, ধড়কন, মোহরা-র মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। এভাবে বলিউড ইন্ডাস্ট্রিতে আলাদা জায়গা করে নেন তিনি।
বলবান তাঁর প্রথম ছবি বলিউডে। ১৯৯২-এর ১১ সেপ্টেম্লর রিলিজ হয়েছিল ছবিটি। দীপক আনন্দের এই ছবিতে সুনীল অভিনয় করেছেন এক গরিব পরিবারে বড় হয়ে ওঠা এক নামী মানুষের চরিত্রে।
অভিনয় জগতে ২৫ বছর হয়ে গিয়েছে তাঁর। ১৯৯২ থেকে বলিউডে রয়েছেন। ১১০টির বেশি ছবিতে কাজ করেছেন। অনেকগুলি দারুণ হিট।
১৯৬১-র আজকের দিনে কর্নাটকের মুলকিতে জন্ম হয় তাঁর।
শনিবার ৫৬তম জন্মদিন পালন করলেন সুনীল শেট্টি।