সলমনের থেকে বেশি পারিশ্রমিক? সঞ্জয়ের সঙ্গে সম্পর্ক? জন্মদিনে চিনে নিন অজানা মাধুরীকে
পন্ডিত বির্জু মহারাজের কাছে কত্থকের প্রশিক্ষণ নিয়েছিলেন মাধুরী। তাঁকে টিনসেল টাউনের সবচেয়ে ভালো নৃত্যশিল্পী বলা হয়।
কেরিয়ারের মধ্যগগনে মাধুরী দিক্ষীত চিকিৎসক নেনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
মাধুরী অভিনয়ের সঙ্গে সঙ্গে পড়াশোনাতেও বেশ সাফল্য অর্জন করেছিলেন। মাইক্রোবায়োলজি নিয়ে পড়তেন তিনি।
অভিনয় জগতে কখনওই নাকি আসতে চাননি মাধুরী। কিন্তু অভিনয়ে প্রবল সাফল্য পেয়েছিসেন তিনি। তিনিই একমাত্র অভিনেত্রী যিনি
কেবল সাফল্য নয়, মাধুরীর কেরিয়ার দেখেছে ব্যর্থতাও। ১৯৮৪ থেকে ১৯৮৮ পর্যন্ত টানা ৮ টি ছবি ধাক্কা খেয়েছিল বক্স অফিসে।
মকবুল ফিদা হুসেন মুগ্ধ ছিলেন মাধুরীর সৌন্দর্য্যে। তিনি নাকি মাধুরীর সুপারহিট ছবি হাম আপকে হ্যায় কোন দেখেছিলেন ৬৭ বার। পরে তিনি মাধুরীর একটি অপূর্ব ছবিও আঁকেন।
আজ ৫৩ বছরের জন্মদিন পালন করছেন বলি তারকা মাধুরী দিক্ষীত। তেজাব থেকে শুরু করে আজা নাচ লে, মাধুরী বলিউডের দর্শকে মুগ্ধ করে রেখেছেন তাঁর অভিনয়ে, নৃত্যে, সৌন্দর্য্যে। আজ জেনে নিন মাধুরীকে নিয়ে কিছু না জানা তথ্য।
মাধুরী নাকি তৎকালীন সময়ের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী ছিলেন। হাম আপকে হ্যায় কোন ছবিতে তিনি নাকি সলমনের চেয়েও বেশি পারিশ্রমিক পেয়েছিলেন।
১৯৭৬ সালে মুম্বইতে জন্ম হয় মাধুরীর। তাঁর এর বড় ভাই ও বোন আছেন।
মাধুরী দিক্ষীতের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের একটি গুঞ্জন ছিল। শোনা গিয়েছিল একে অপরকে বিয়ে করতে চান তারা। কিন্তু সেই সময় সঞ্জয় জেলে চলে যাবার কারণে ভেঙে যায় তাঁদের সম্পর্ক।