আজ ৩৯-এ পড়লেন নেহা ধুপিয়া, দেখে নিন অজানা কিছু তথ্য
গর্ভবতী হয়ে পড়ার পর বিয়ে করেন তিনি। বিয়ের ৬ মাসের মাথায় নভেম্বরে মেয়ে মেহরের জন্ম হয়। সব ছবি: ইনস্টাগ্রাম
Download ABP Live App and Watch All Latest Videos
View In App২০১৮-র ১০ মে আচমকা বিয়ে করেন তিনি।
৩ বছরের ছোট অঙ্গদকে বিয়ে করেছেন নেহা।
তবে তাঁকে সবথেকে বেশি খ্যাতি এনে দেয় জুলি।
বলিউডে তাঁর অভিষেক ২০০৩-এ, অজয় দেবগণের বিপরীতে কায়ামত- সিটি আন্ডার থ্রেট-এ।
নেহা কিন্তু বড় পর্দায় পা রাখেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৪ সালে মালয়ালম ছবি মিত্ররম-এ দেখা যায় তাঁকে।
একটি জাপানি ছবিতেও তাঁকে দেখা গিয়েছে।
ছবিতে রোম্যান্টিক দৃশ্যে অভিনয়ের আগে সহ অভিনেতাকে ৫ বার হাত ধুইয়ে ছাড়তেন তিনি।
মিস ইউনিভার্স প্রতিযোগিতায় জায়গা করে নেন প্রথম দশে।
২০০২ সালে মিস ইন্ডিয়া হন নেহা।
সপরিবারে।
অঙ্গদ ও নেহা।
৩৯ বছরে পা দিলেন নেহা ধুপিয়া। স্বামী অঙ্গদ বেদী ও মেয়েকে নিয়ে মালদ্বীপ বেড়াতে গিয়েছেন তিনি।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -