কৃষ্ণসার হরিণ শিকার মামলা: আদালতে বয়ান রেকর্ড করাতে যোধপুর পৌঁছলেন সলমন, সেফ, সোনালী, নীলম এবং তব্বু
পৌঁছেছেন তব্বুও।
বৃহস্পতিবার এসেছেন সোনালী বিন্দ্রেও
বৃহস্পতিবার এসেছেন সোনালী বিন্দ্রেও
আদালতে হাজিরা দিতে গতকালই যোধপুর পৌঁছে যান সলমন খান।গতকাল যোধপুর পৌঁছেছেন সেফ আলি খানও।
এরপর আদালতের তরফে একটি নির্দেশিকা পাঠানো হয় সলমন সহ তাঁর চার সহ অভিনেতাকে। সেফ, তব্বু, নীলম এবং সোনালীকে আজ আদালতে হাজিরা দিয়ে বয়ান রেকর্ড করানোর নির্দেশ দেওয়া হয়।
এঁদের প্রত্যেকেরই গত ২৫ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল। কিন্তু আদালতই সলমন এবং তাঁর সহ-অভিনেতাদের একলা আদালতে হাজিরা দেওয়া থেকে অব্যহতি দেন। এবং এই মামলার পরবর্তী শুনানির দিন স্থির হয় ২৭ জানুয়ারি।
‘হাম সাথ সাথ হ্যায়’-এর শ্যুটিং করতে এসে কৃষ্ণসার হরিণ শিকার করেন সলমন, সেফ, সোনালী, তব্বু এবং নীলম।তাঁদের বিরুদ্ধে শুরু হয় কৃষ্ণসার হরিণ শিকার মামলা।
আদালতে হাজিরা দিতে গতকালই যোধপুর পৌঁছে যান সলমন খান।গতকাল যোধপুর পৌঁছেছেন সেফ আলি খানও।
যোধপুর বিমানবন্দরে কাল দেখা গিয়েছে নীলমকেও
যোধপুর বিমানবন্দরে কাল দেখা গিয়েছে নীলমকেও
১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকার মামলায় আদালতে বয়ান রেকর্ড করাতে গতকাল যোধপুর পৌঁছলেন ‘হাম সাথ সাথ হ্যায়ে’র টিম।