✕
  • হোম
  • INDIA AT 2047
  • WB RESULT 2024
  • কলকাতা
  • উত্তরবঙ্গ
  • দক্ষিণবঙ্গ
  • পূর্ব বর্ধমান
  • হুগলি
  • উত্তর ২৪ পরগনা
  • বীরভূম
  • মালদা
  • ভারত
  • রাজ্য
  • ফুটবল
  • ক্রিকেট
  • আইপিএল
  • বিনোদন
  • খুঁটিনাটি
  • পুজো পরব
  • জ্যোতিষ
  • শিক্ষা এবং চাকরি
  • অটো
  • আন্তর্জাতিক
  • খবর
  • প্রযুক্তি
  • বাজেট
  • বিজ্ঞান
  • অফবিট
  • পডকাস্ট শো
  • লাইফস্টাইল
  • স্বাস্থ্য
  • উপযোগিতা
  • শারদোৎসব
  • মাধ্যমিকের ফল
  • উচ্চ মাধ্যমিকের ফল
  • IDEAS OF INDIA
  • যোগাযোগ করুন

ভাইজান জেলে, দেখুন বলিউডের সেলিব্রিটিদের প্রতিক্রিয়া

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  06 Apr 2018 08:49 AM (IST)
1

এর আগে সব অভিযোগ থেকে সলমনের মুক্তি পাওয়া নিয়ে কড়া সমালোচনা করেছিলেন গায়িকা সোনা মহাপাত্র। তিনি লিখেছেন, সাংবাদিক মধু কিশওয়ার এবার কীভাবে বাঁচাবেন সলমনকে? সলমনের বাবা কি ওঁর হয়ে ক্ষমা চাইবেন? বলিউডে যাঁরা সলমনকে ‘জো হুজুর’-এর মর্যাদা দেন তাঁরাই বা কী বলবেন? তাঁরা কি এবার জামিন নিয়ে আলোচনা করবেন? আগামী ব্লকবাস্টার ছবির মুক্তি কবে? দাবাং-এর কনসার্ট ট্যুরের তারিখ কী? বিগ বস? দানধ্যান ইত্যাদি?

2

বিগ বস জয়ী মনবীর গুর্জর লিখেছেন, বাঃ আইন! ধর্ষণ ও খুনের মত অপরাধের শিকারদের পরিবার আদালতের দরজায় দরজায় ঘোরে, অথচ ন্যায় বিচার মেলে না। অথচ সলমন, যিনি কিনা কত দানধ্যান করেন, ঠিক সময়ে কর দেন, তাঁকে ২০ বছর আগের ঘটনার জন্য ফাঁসিয়ে দেওয়া হল!

3

বিগ বসে সলমনের পছন্দের প্রতিযোগী শিল্পা শিন্দে লিখেছেন, কত বাঘ মারে চোরাশিকারীরা, সে সব মামলায় বিচার হয় না কেন। এত যে জঙ্গল কাটা হচ্ছে, এর ফলে বন্য প্রাণ শেষ হয়ে যাচ্ছে না! একজন ভাল মানুষের এমন সাজা মানা যায় না।

4

অর্জুন রামপাল লিখেছেন, আদালতের সিদ্ধান্তে অসহায় বোধ করছেন তিনি। বিপদের এই মুহূর্তে তিনি সলমনের পরিবারের পাশে আছেন। সলমন অপরাধী নন, তাঁকে বড় কঠোর সাজা দেওয়া হল।

5

বিখ্যাত পরিচালক সুভাষ ঘাইও সলমনের পাশে দাঁড়িয়েছেন। তাঁর মন্তব্য, বিচারব্যবস্থার ওপর তাঁর সম্পূর্ণ ভরসা রয়েছে, সলমন শেষ পর্যন্ত নিশ্চয় ন্যায় বিচার পাবেন। বলিউড সবথেকে বেশি ভালবাসে সলমনকে।

6

বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিনও সলমনের সমর্থনে টুইট করেছেন। তিনি লিখেছেন, বিলুপ্তপ্রায় প্রাণীহত্যা অপরাধ। কিন্তু ৫ বছরের কারাদণ্ড বাড়াবাড়ি। ওঁর ওপর ৫ কোটি টাকার জরিমানা বসিয়ে ছেড়ে দেওয়া হোক।

7

সপার রাজ্যসভা সাংসদ জয়া বচ্চনও বলেছেন, সলমনের জন্য খারাপ লাগছে, তাঁকে ছেড়ে দেওয়া উচিত ছিল। তিনি প্রচুর মানবতামূলক কাজ করছেন, সে সব মাথায় রাখা উচিত ছিল।

8

কংগ্রেস নেতা ও প্রাক্তন অভিনেতা রাজ বব্বরও বলেছেন, সলমন মানুষের সাহায্যে এগিয়ে আসা এক অসাধারণ ব্যক্তিত্ব। তাঁর আশা, ভবিষ্যতে সুবিচার পাবেন তিনি।

9

সলমনদের পারিবারিক বন্ধু জাফর সরেশওয়ালা এই শাস্তি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, যে রাজ্যে গরুর নামে মানুষ খুন হয়, অভিযুক্তকে গ্রেফতার পর্যন্ত করা হয় না, সেখানে কি মানুষের দাম হরিণের থেকেও কম। তবে একইসঙ্গে বলেছেন, বিচারকের সিদ্ধান্ত নিয়ে তাঁর কিছু বলার নেই। তাঁর বক্তব্য, সলমন অত্যন্ত ভাল মানুষ, ৩ ঘণ্টা ভাল সাজার অভিনয় করা সম্ভব কিন্তু ২০ বছর ধরে কেউ তা পারে না।

10

এবার দেখুন সলমনের শাস্তিতে কী বলছে বলিউড।

11

তিনি আরও বলেন, অন্য অভিযুক্তদের ছাড় দেওয়া হয়েছে, ফলে মনে হচ্ছে সেই রাত যোধপুরের জঙ্গলে সলমন একাই শিকারে গিয়েছিলেন।

12

সলমনের আইনজীবী আনন্দ দেশাই বলেছেন, আদালতের সিদ্ধান্তকে তাঁরা সম্মান করেন। তবে এই সিদ্ধান্ত বিস্ময়কর, রাজস্থান হাইকোর্ট তো তাঁকে ছেড়ে দিয়েছিল, সেই সব প্রমাণ, সাক্ষী থাকা সত্ত্বেও এই মামলায় তাঁর শাস্তি হল কেন।

13

শাস্তি ঘোষণা হতে আদালতেই কেঁদে ফেলেন সলমনের ২ বোন আলভিরা ও অর্পিতা।

14

তবে অন্য ৪ অভিযুক্ত সেফ আলি খান, নীলম, তব্বু ও সোনালি বেন্দ্রেকে খালাস করেছে আদালত।

15

২০ বছরের পুরনো হরিণ শিকার মামলায় সলমন খানের ৫ বছরের কারাদণ্ড হয়েছে। সঙ্গে ১০,০০০ টাকা জরিমানা।

  • হোম
  • Photos
  • খবর
  • ভাইজান জেলে, দেখুন বলিউডের সেলিব্রিটিদের প্রতিক্রিয়া
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.