আর কল্পনা নয়, বাস্তব রূপ পেতে চলেছে বিএমডব্লু ‘আই নেক্সট’!
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 06 Jul 2016 10:43 PM (IST)
1
গাড়িটি চালক ছাড়াই চলতে সক্ষম, দাবি সংস্থার।
2
গাড়িটি চালক ছাড়াই চলতে সক্ষম, দাবি সংস্থার।
3
খবরে প্রকাশ, কনসেপ্ট থেকে এখন অনেকটাই এগিয়ে গিয়েছে এই মডেলের রিসার্চ।
4
‘আই নেক্সট’ মডেল গাড়িটি ২০২১ সালের মধ্যে বাস্তব রূপ দিতে চলেছে জার্মান লাক্সারি গাড়ি প্রস্তুতকারী সংস্থা বিএমডব্লু।