খোলামেলা পোশাক ও সাহসী ফটোশ্যুটের জন্যে ইন্সটাগ্রামে ট্রোলড আমিশা পটেল
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 29 Jan 2018 02:54 PM (IST)
1
2
3
4
5
6
7
8
এবার এই তালিকায় নবতম সংযোজন আমিশা পটেল
9
অতিরিক্ত খোলামেলা পোশাক পরে ফটোশ্যুট করে সেই ছবি ইন্সটাগ্রামে পোস্ট করা এখন তারকাদের মধ্যে নয়া ট্রেন্ড
10
সম্প্রতি বলিউডের বিভিন্ন তারকা উন্মুক্ত পোশাক পরা ছবি দিয়ে ট্রোলড হয়েছেন ইন্সটাগ্রামে।
11
তবু কোথাও যেন শালীনতা থাকা প্রয়োজন। এধরনের ট্রোলড হওয়ার ঘটনা থেকে সেটা বোঝাই যায়
12
কিন্তু অতটা খোলামেলাভাবে তাঁদের কেউ যে দেখতে সেভাবে ভালবাসেন না, সেকথা বিভিন্ন সময় তারকাদের ট্রোলড হতে দেখেই বোঝা যায়
13
যদিও পোশাক চয়েস প্রত্যেকের নিজস্ব পছন্দের জায়গা। সেখানে কারও নাক গলানো ঠিক নয়