দেখুন অভিনেত্রী নেহা শর্মাকে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ | 24 Jun 2019 07:55 AM (IST)
1
ছোট একটি ভিডিওতেও তাঁকে দেখা গিয়েছে।
2
এখন ওয়েব সিরিজ লাভ অ্যান্ড অনার-এ কাজ করছেন তিনি।
3
২০১০-এ এক পত্রিকার সব থেকে কাঙ্খিত ৫০ মহিলার তালিকায় নেহার নাম ছিল।
4
দিল্লির এনআইএফটি থেকে ফ্যাশন ডিজাইনিংয়ে গ্র্যাজুয়েশন করেছেন তিনি। তারপর শুরু করেন মডেলিং।
5
শেষবার নেহাকে বড় পর্দায় দেখা যায় ২০১৭-য়, মুবারকাঁ ছবিতে।
6
২০১০-এ তিনি বলিউডে পা রাখেন ক্রুক ছবি দিয়ে। বিপরীতে ছিলেন ইমরান হাসমি।
7
8
৩১ বছরের নেহা বিহারের মেয়ে। ভাগলপুরে জন্ম তাঁর।
9
নিয়মিত ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেন তিনি।
10
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি পোস্ট করলেন নেহা শর্মা।